সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক আলোকিত শিক্ষার বাংলাদেশ


নিউজ ডেস্ক: “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমমনা শিক্ষক সমিতি (সশিস), চট্টগ্রাম-এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন ও অভিষেক অনুষ্ঠান ০৬ অক্টোবর ২০২৫, সোমবার, সকাল ১০টায় বান্দরবানের তং রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সশিসের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী আকবর হোসেনের সঞ্চালনায় অন্যষ্ঠানে আহ্বায়কের শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবুল মাসুদ চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সশিসের কো-চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দীন, নির্বাহী সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, অধ্যাপক মীর মোহাম্মদ নূর উদ্দিন, অধ্যাপক ওমর ফারুক, জনাব গোলাম ফারুক, জনাব মোঃ ইউসুফ খলিল, অধ্যাপক শবনম নার্গিস, জনাব শাহ আলম, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, জনাব মঞ্জুরুল ইসলাম, জনাব মিজানুর রহমান, জনাব মোঃ রবিউল আলম, জনাব শহীদুল হক, এবং জনাব জহিরুল আলম মীর।

বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড; তাই দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকতা কেবল পেশা নয়, এটি এক মহান দায়বদ্ধতা ও সম্মিলিত দায়িত্ব। শিক্ষক সমাজের ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সম্মান বৃদ্ধির মাধ্যমেই একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “শিক্ষকতা এমন এক পেশা, যা কেবল জ্ঞান বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়— এটি মানুষ গঠনের শিল্প। তাই আমাদের প্রত্যেক শিক্ষককে পেশাগত সহযোগিতা, মূল্যবোধ ও সহমর্মিতার চেতনায় একসাথে কাজ করতে হবে। সশিস সেই সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।”

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত (২০২৫–২০২৭) কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথি ও সদস্যদের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় এবং সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বান্দরবান ভ্রমণে অংশগ্রহণ করেন।


Related posts

তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Chatgarsangbad.net

চট্টগ্রামে সাংবাদিক শাওনকে নির্যাতনের ঘটনায় সিইউজে’র নিন্দা

Chatgarsangbad.net

আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

Chatgarsangbad.net

Leave a Comment