Hom Slider

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে ভালো অবস্থানে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১০৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৩১৮ রান করেছে স্বাগতিকরা। দলের দারুণ ব্যাটিংয়ে অবদান রাখেন তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম ও লিটন দাস। লঙ্কানদের থেকে এখনও ৭৯ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

 

টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফসেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম। তিনি ১৩৩ বলে ২টি চারে ৫৩ করে মাঠ ছাড়েন। অপরাদিকে ১২তম ফিফটি করা লিটন ১১৪ বলে ৮টি চারে ৫৪ রানে অপরাজিত রয়েছেন।

 

দলীয় ৭২তম ওভারে পেশির টান পড়ায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে উঠে যান তামিম ইকবাল। এসময় ২১৭ বলে ১৫ চারে ১৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। এর আগে নিজের টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ১৬২ বলে ১২টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

 

বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম। ১১টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে রয়েছেন অধিনায়ক মুমিনুল হক। তামিম এর আগে সর্বশেষ ২০১৯ সালে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ১২৬ রান করেছিলেন এই বাঁহাতি।

 

তামিমের সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে নামা কাসুন রাজিথার বলে ব্যক্তিগত ২ রানে ফেরেন এই বাঁহাতি। পরে মাঠে নেমে দ্রুতই ফিরে যান অধিনায়ক মুমিনুল হক। কাসুন রাজিথার দ্বিতীয় শিকার (বোল্ড) হয়ে ব্যক্তিগত ২ রানে ফেরেন তিনি। তবে তামিম ইকবালের দৃঢ় ব্যাটে দলীয় দুইশ পার করে বাংলাদেশ।

 

তৃতীয় দিন লাঞ্চ বিরতির পর দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ফলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে থাকা নিরোশান ডিকভেলাকে ক্যাচ দেন জয়। এই ডানহাতি ১৪২ বলে ৯টি চারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে বিদায় নেন। তার ব্যাট থেকে আসে ৫৮ রান।

 


Related posts

সাতকানিয়া পৌরসভায় ৭০ হাজার মানুষ পানিবন্দি, ৪০ হাজার ঘরবাড়ির ক্ষতি

Chatgarsangbad.net

আ. লীগের মনোনয়ন ফরম শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত

Chatgarsangbad.net

বাজারে মিলছে অনেক পুষ্ঠিগুণে ভরপুর জাম

Chatgarsangbad.net

Leave a Comment