অগ্নিবীণা সংসদ পশ্চিম সুলতানপুর রাউজান পৌরসভার উদ্যোগে সার্বজনীন শ্যামাপূজা-১৪৩২ বাংলা উপলক্ষে ভ্রাতৃত্বের বন্ধনে একতাবদ্ধ চট্রগ্রামের আনন্দমেলা-২০০০ ব্যাচের বন্ধুরা মিলিত হন। আনন্দমেলা টীম থেকে সর্বোচ্চ পূজার্ঘ দেয়া হয় ২৮ হাজার টাকা।
রাউজান কুন্ডেশ্বরী অগ্নিবীণা সংসদের উদ্যোগে নির্মানাধীন শ্যামা মন্দিরের চলমান কাজের প্রণামী যেই সকল সনাতনী বন্ধুরা দিয়েছে,সেই সকল বন্ধুগণদের নামের তালিকাঃ সুমি সরকার, সঞ্জয় সরকার,সঞ্জীব ধর,ছোটন বনিক, টিটন দাশ,স্বপন তালুকদার,রুবেল দাশ (ইঞ্জিঃ),অমিত বৈদ্য ,সন্তুু সেন, নরেন সাহা,শিমূল চৌধুরী,আশির্বাদ বিশ্বাস,কমল চৌধুরী (সানি),রিপন দাশ,হিরন্ময় দেব, মিলন দাশ,সৈকত দাশ,রাকেশ চৌধুরী, পাপড়ি পালিত,রনি ঘোষ,নয়ন মনি ভট্টাচার্য, দিপঙ্কর চৌধুরী, দেবাশীষ দেব, প্রমিত চৌধুরী,ভজন সরকার।
সাধারণ সম্পাদক সুমন চৌধুরী ভাতৃত্বের বন্ধনে একতাবদ্ধ আনন্দ মেলা সন্মাননা স্মারক তুলে দেন আনন্দ মেলার দক্ষ সংগঠক প্রকৌশলী রুবেল চৌধুরীকে।রুবেল চৌধুরী সকলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন সনাতনী হয়ে জন্মগ্রহণ হতে পেরে সকলে ধন্য। তিনি ছোট বেলা থেকে শিশুদের গীতার আলোয় আলোকিত করার পরমর্শ দেন,যাতে কেউ ভিন্ন পথে পথভষ্ট না হয়।প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন বন্ধু সাংস্কৃতিক সম্পাদক রুবেল চৌধুরী।বন্ধু সবুজের আতিথেয়তায় সকলে মুগ্ধ। সভাপতি বন্ধু মিথুন সিংহ তাঁর সমাপনী বক্তব্যে এভাবে অগ্নিবীণা সংসদের সাথে সবসময় আনন্দমেলা টীমকে চেয়েছেন।আরো উপস্থিত ছিলেন বন্ধুবর অর্থ সম্পাদক জিতু খাস্তগীর।
Leave a Reply