নিউজ ডেস্ক: পাথরঘাটা সিটি কর্পোরেশনের গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী রয়েল দাশ। দেবব্রত দে ও বাবলু চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি এবং কোতোয়ালী থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাল কৃষ্ণ দে, টিটু কুমার নাথ, গৌতম গুহ, খোকন দাশ, টিটু দে, সুজন দাশ, হিল্লোল দাশ, স্বপন তালুকদার, অমর মল্লিক, দিলীপ চৌধুরী, নিমাইলাল দাশ, দিলীপ দাশ, মৃদুল পালিত, রাজন সেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চসিক কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর চট্টগ্রাম গড়ে তুলতে চাই—এটাই আমাদের মূল লক্ষ্য।
প্রধান বক্তা আবুল হাশেম বক্কর বলেন, এদেশের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমরা সকল ধর্মের মানুষের ঐক্য দেখতে চাই। এদেশ আমাদের সবার, তাই একে বাসযোগ্য ও নিরাপদ রাখা সবার দায়িত্ব।
বিশেষ অতিথি হেলাল চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িকতা মুক্ত দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে যার যার ধর্মীয় উৎসব পালন করে থাকে। এটাই আমাদের ঐতিহ্য ও শক্তি। উপস্থিত বক্তারা সবাই ধর্মীয় সম্প্রীতি রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Leave a Reply