আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের দেশীয় ফল চেনাতে কথা কলি স্কুলে অনুষ্ঠিত হলো ফল উৎসব


চট্টগ্রাম শহরের পাচলাইশ সুগন্ধা আবাসিক ১ নাম্বার রোড়স্থ শিশুদের বিশেষায়িত কথাকলি স্কুলে মৌসুমী ফল উৎসব বুধবার অনুষ্ঠিত হয়।

আনন্দ ও উৎসাহের সাথে শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের দেশীয় মৌসুমী ফল নিয়ে উপস্থিত হয় বিদ্যালয়ে। ফলের গন্ধে মৌ মৌ করতে থাকে পুরো বিদ্যালয়।

দেশীয় মৌসুমী বিভিন্ন ফল সম্পর্কে পরিচিত লাভ করা এবং ফলের গুণাগুণ সম্পর্কে জ্ঞান অর্জন করাই ফল উৎসবের মূল লক্ষ্য।

এম.এ হোসাইন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আবু তাহের, সহ-সভাপতি ডা.আব্দুলাহ খান,

মো. জয়নাল, সাংবাদিক মো. সোহেল তাজ, শিক্ষানুরাগী মো. ইসমাইল ইমামী, শিক্ষক সুস্মিতা চৌধুরী, ফারহানা আফরিন ও অভিভাবক মন্ডলী।

চা-সংবাদ২৪কম.এস.টি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর