আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কুখ্যাত সন্থাসী বাহীনির প্রধান মো: ইলিয়াছ ( প্রকাশ মাত্তুল ইলিয়াস)কে আটক করেছে পুলিশ।বুধবার (৩০ জুলাই) উপজেলার চুনতি এলাকা থেকে, সন্ধ্যা ৭ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো: ইলিয়াছ ( প্রকাশ মাত্তুল ইলিয়াস)লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মো: আইয়ুবেরর পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস,অবৈধ অস্ত্র দিয়ে নীরহ মানুষের জমি জমা দখল, চাঁদা বাজি ও সন্থাসী কর্ম কান্ডে জড়িত।সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিরীহ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। সন্ত্রাসী ইলিয়াস,তখন কার,এমপি নদভী,ও বিপ্লব বড়ুয়ার,প্রভাব কাটিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুর রহমান,আজ বলেন,গতকাল মোঃ ইলিয়াসকে অনুমানিক সন্ধ্যা ৭ টায় চুনতি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তার মধ্যে একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি সে।তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল,পড়ে আইনানুগ প্রক্রিয়া শেষ করে,তাকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply