আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বুড়ির দোকান এলাকা থেকে শুরু হওয়া বিশাল র‍্যালিটি পোমরা জিয়ানগর শহীদ জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. কুতুব উদ্দিন বাহার।

কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। সকাল থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীরা সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে র‍্যালিতে যোগ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর