রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে দাম্পত্য কলহের জেরে ধারালো ছুরির আঘাতে স্ত্রীর পেটের নাড়ি-ভুঁড়ি বের করে দিয়েছে মাদকাসক্ত স্বামী রাব্বি।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় ভিকটিম রিনির পিত্রালয়ে এই ঘটনাটি ঘটে। ঘটনাটির পর মাদকাসক্ত স্বামী পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় কোতোয়ালী থানা পুলিশ গুরুত্বর রক্তাক্ত অবস্থায় রিনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান জানিয়েছেন, রিনিকে এমন গুরুতর আহত অবস্থায় নিয়ে আসলে তাকে আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেই। তবে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করেছি।
আহত ভিকটিম নারীর বড় ভাই জানিয়েছেন, বিগত তিন বছর আগে রাঙামাটি শহরের তবলছড়ির খান মসজিদ এলাকার জনৈক নাজির ইসলামের সন্তান আব্দুস সালাম (২৮) রাব্বির সাথে কাঠালতলী এলাকার মৃত নজরুল ইসলামের কন্যা নওরীন আক্তার রিনির (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী মাদকাসক্ত হয়ে পড়ে।
পেশায় ফার্নিচারের মিস্ত্রি হলেও সে মাসের অর্ধেক সময় কাজ না করে মাদক সেবনেই ব্যস্ত থাকতো এবং স্ত্রীকে মারধর করতো। মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে ভিকটিম রিনি গত কিছুদিন আগে নিজ পিত্রালয়ে চলে আসে।
এরপর থেকে স্বামী রাব্বীও শশুরালয়ে এসে স্ত্রীর সাথে দেখা করতো। বুধবার দিবাগত রাতে স্বামী এসেই স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে চাইলে উভয়েই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
এসময় মাদকাসক্ত স্বামী রাব্বি তার সঙ্গে নিয়ে আসা ধারালো ছুরি দিয়ে নিজ স্ত্রী রিনির তলপেটে আঘাত করলে সাথে সাথেই পেটের ভেতর থেকে নাড়ি-ভুঁড়ি বের আসে। এসময় রক্তক্ষরণে রিনি গুরুত্বর আহত হয়ে পড়লে তাকে রেখেই স্বামী রাব্বি পালিয়ে যায়।
পরে স্থানীয়রা কোতোয়ালী থানা পুলিশের সহায়তা নিয়ে ভিকটিমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক স্বামী রাব্বিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।
Leave a Reply