রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র

 

রাজনীতি হতে আওয়ামী লীগ কে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ১০ নভেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৪টায় রংপুর নগরীর লালবাগ চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এটি কেডিসি মোড়, খামার মোড় প্রদক্ষিণ করে আবারো লালবাগ চত্বরে এসে শেষ হয়।

লালবাগ চত্ত্বরে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়,উক্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

তারা বলেন, আওয়ামী লীগ দেশের বাইরে থেকে যতই ষড়যন্ত্র করুক না কেন, এতে লাভ হবে না। ছাত্র-জনতা শক্ত হাতে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

তারা বলেন, গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের এখনও আইনের আওতায় না আনার বিষয়টি প্রমাণ করে, তারা প্রশাসনের ছত্রছায়ায় আছে। প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদেরকে খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি করা হয়। দাবি আদায় না হলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে। এখন বাকি আওয়ামী লীগ, কারণ গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দলটির নেতারা দেশ থেকে পালিয়ে গেলেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র তারা বন্ধ করেনি। আবু সাঈদ-মুগ্ধদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে বাংলার ছাত্র-জনতা জেগে আছে এবং থাকবে।

সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকির, ইয়াসির আরাফাত, ইমতিয়াজ ইমতি, ডা. জামিল, সাজ্জাদ হোসেন ও আরও উপস্থিত নেতৃত্ববৃন্দ।

আরো পড়ুন

মোঃইনামুল হক, রংপুর প্রতিনিধি


Related posts

চট্টগ্রাম ইপিজেডে চীনা বিনিয়োগ, কর্মসংস্থান পাবে ৬৫৯ বাংলাদেশী

Chatgarsangbad.net

চট্টগ্রাম-১০ উপ-নির্বাচন: প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা

Chatgarsangbad.net

নেভী কনভেনশনে ফ্রোবেলের দু’দিনব্যাপী শিক্ষা সম্মেলন ৭ জুন শুরু

Chatgarsangbad.net

Leave a Comment