
চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন আরেফীন মাওলানা সৈয়দ মোহাম্মদ আরিফুল হাই (কঃ) ইন্তেকাল করেছেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হজরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (কঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকালে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চিরন্তন প্রভুর সান্নিধ্যে গমন করেন। তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে মির্জাখীল দরবার শরীফসহ দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য ভক্ত-মুরিদ, আশেক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও বেদনায় স্তব্ধ হয়ে পড়েন।
তাঁহার (কঃ) নামাজে জানাজা শনিবার (২৫ অক্টোবর, ২০২৫) সকাল সাড়ে আট টায় পবিত্র মির্জাখীল দরবার শরীফে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় ইমামতি করবেন তাঁহার জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত ড. মৌলানা সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান সাহেব।
Leave a Reply