চন্দনাইশ প্রতিনিধিঃ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কর্মী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি ও মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে দোহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতাকর্মীরা।
সোমবার (৫ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে দোহাজারীতে এ কর্মসূচি পালন করেন তারা। অবরোধের ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ যায়। ফলে মহাসড়কে ৩-৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয় এ অবরোধ, চলছে দুপুর ১২টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, অবরোধ চলাকালীন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে সুন্নি ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। তারা দাবি করছেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, দোহাজারী ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ, শাহজাহান, কলিমউদ্দিন, ইমতিয়াজ হোসেন, ছাত্রসেনা চন্দনাইশ উপজেলার সভাপতি হাফেজ সেকান্দর, সহ- সভাপতি রাজিব হোসেন রিফাত, হাসান মুরাদ পারভেজ, দোহাজারী পৌরসাভার সভাপতি আনোয়ার হোসেন সহ বৃহত্তর চন্দনাইশের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ আখলাছ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা রইস উদ্দিনকে গত ২৭ এপ্রিল গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় একটি মহল। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই রাতেই তার মৃত্যু হয়।
তাকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে আজ সড়ক অবরোধের ডাক দিয়েছে ইসলামী ছাত্রসেনা।
Leave a Reply