নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে নগরের কাজীর দেউরী নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শ্রমিক দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি ,গাজী আইয়ুব আলী ও হাসান মাহমুদের নেত্রীত্বে সিআরবি থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে অনুষ্ঠানস্থলে হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক দল , চট্টগ্রাম মহানগর প্লাস্টিক শ্রমিক ইউনিয়ন , চট্টগ্রাম মহানগর অটো রিক্সা অটো টেম্পু ও সিএনসি চালক দল, বন্দর পতেঙ্গা ইপিজেড শ্রমিক ঐক্য কল্যাণ পরিষদসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি বলেন,বিভিন্ন মামলা হামলায় জর্জরিত হয়েও আজকে আমরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজপথে নেমেছি।
Leave a Reply