মহেশখালীতে ভাইয়ের হাতে ভাই খুন


মহেশখালী প্রতিনিধি:মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে ফোরকান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর রাত ১২ টার সময় এলাকায় ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকায় দুই ভাই আবুল কালাম ও মুহাম্মদ ফোরকানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় দুই জনের মধ্যে হাতাহাতি ঘটনাও ঘটে। তবে ঘটনাটি এক পর্যায়ে চরম মারমুখী রূপ নেয়। এ বিরোধের জেরে আবুল কালামের হামলায় ফোরকানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এদিকে ফোরকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যাকারীদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 


Related posts

‘চট্টগ্রামের প্রবীণদের জন্য একটি পার্ক প্রয়োজন’

Chatgarsangbad.net

আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশের মধ্যম হাশিমপুরে পবিত্র মেরাজুন্নবী(দঃ) মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment