আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে কৃষি অফিসের সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ


 

সৈয়দ শিবলী ছাদেক কফিল::
বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার চন্দনাইশ উপজেলা অফিসের উদ্যোগে বিতরণ উদ্বোধন করা হয়। কৃষিই সমৃদ্ধি শ্লোগানে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
সোমবার (৬ অক্টোবর) বসতবাড়িতে ও চাষযোগ্য শীতকালীন সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উক্ত প্রণোদনার আওতায় ৩৫০ জন কৃষক বসতবাড়িতে চাষ করার জন্য ৭ ধরনের শীতকালীন সবজির বীজ পাবেন এবং ৭০০ জন কৃষক মাঠে চাষ করার জন্য (প্রতিজন লাউ/ বেগুন/ মিষ্টি কুমড়া/ শসা যে কোনো একটি) বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসের কর্মকর্তা- কর্মচারী এবং ইউনিয়নের কৃষক/ কৃষাণীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর