আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মণ্ডপে সাজসজ্জা আর ভক্তির ছোঁয়া, আনোয়ারায় শুরু দুর্গোৎসব


আনোয়ারা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় আনোয়ারা উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি মণ্ডপে ভক্তির ছোঁয়া, সাজসজ্জা এবং আনন্দের আবহ দেখা যাচ্ছে।

আগামীকাল মহাসপ্তমী, ১ অক্টোবর মহাঅষ্টমী, ২ অক্টোবর মহানবমী এবং ৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, আনোয়ারার ১১টি ইউনিয়নে এ বছর মোট ৩০৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১৪টি মণ্ডপে প্রতিমাপূজা এবং বাকিগুলোতে ঘটপূজা হবে। গত বছর ২৯৯টি মণ্ডপে পূজা হয়েছিল। এ বছর নতুন মণ্ডপ যুক্ত হওয়ায় পূজার আমেজ আরও বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে ও জাঁকজমকপূর্ণভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা থাকবে না।

এদিকে পূজাকে ঘিরে আনোয়ারার প্রতিটি গ্রাম, মহল্লা ও বাজারে বিরাজ করছে উৎসবের আমেজ। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। সর্বত্র ছড়িয়ে পড়েছে ধর্মীয় উচ্ছ্বাস, সামাজিক মিলনমেলা ও সৌহার্দ্যের অনন্য আবহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর