ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা, নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক

ফের ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। গত রবিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কয়েকজন বন্দুকধারী গাগানগীর অঞ্চলে এক অভিবাসীদের ক্যাম্পে এলোপাতাড়ি গুলি চালায়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় এক চিকিৎসকসহ কয়েকজন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এখনো কেউ এ হামলায় দায় স্বীকার করেনি। বন্দুকধারীদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

জম্মু ও কাশ্মীরের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছে, এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মিরের নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। দ্রুত হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, মাত্র দুই দিন আগে সোপিয়ান জেলায় বিহারের এক শ্রমিককে হত্যা করেছে জঙ্গিরা।


Related posts

দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু শনিবার

Chatgarsangbad.net

রামুতে মাদকাসক্ত চাচার দায়ের কোপে ৪ বছরের শিশুর মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিনমজুর নিহত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment