চট্টগ্রামটপ নিউজদক্ষিণ চট্টগ্রাম

বোয়ালখালীতে অস্ত্রসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


নিউজ ডেস্ক: বোয়ালখালীতে অস্ত্র ও ককটেল বিস্ফোরকসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তারা হলেন- নুরুল আমিন (৪৬), মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মোহাম্মদ শাহাদাত হসেন (৪২)।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে ১নং কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকা থেকে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের তিন জনকে গ্রেপ্তার করে।

এ সময় তারের কাছ থেকে সাথে ১টি শটগান, ৪টি ককটেল বিস্ফোরক, ১টি শটগান এ্যামোনিশান, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়।

এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, প্রাথমিকভাবে তদন্ত হতে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে সিকদারিয়া স্কুলে বিগত সময়ের সকল জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেটে সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের মত অভিযোগ রয়েছে।

বিগত কয়েক দিন ধরে গ্রেপ্তারকৃত সকলেই উক্ত খামারে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন। জব্দকৃত মালামালসহ তাদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি বলেন, সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 


Related posts

চবিতে শিক্ষক সমিতির নেতৃত্বে মাহবুবুর-নোমান

Chatgarsangbad.net

উখিয়ার হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে পুজো উৎসবে উপহার পেলো পুজার্থীরা

Md Maruf

আগ্রাবাদে বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার

Saddam Hossain

Leave a Comment