আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চবিতে শিক্ষক সমিতির নেতৃত্বে মাহবুবুর-নোমান


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো.মাহবুবুর রহমান সভাপতি এবং আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল নয়টা থেকে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। রাত পৌনে দশটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এমদাদুল হক।

আরও পড়ুন চবিতে চলছে শিক্ষক সমিতির নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদে পদ রয়েছে ১১টি। ১১ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮টিতেই জয় পেয়েছে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের প্যানেলের প্রার্থীরা। বাকি ৩ পদে হলুদ দলের বিদ্রোহী প্রার্থীরা জয় লাভ করেছেন। বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকের কোনো সদস্য এবারের নির্বাচনে অংশ নেননি।

বিজয়ী প্রার্থীরা হলেন—

নির্বাচনে হলুদ দল থেকে সভাপতি পদে জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ পদে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল, সাধারণ সম্পাদক পদে আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক এ. বি. এম. আবু নোমান, যুগ্ম সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সদস্যপদে আধুনিক ভাষা ইনিস্টিটিউটের সাবেক পরিচালক মনজুরুল আলম, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. রাশেদ-উন-নবী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দীন নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সাবেক উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার পন্থী শিক্ষকদের প্যানেল থেকে সদস্যপদে সমাজতত্ত্ব বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক এস.এম. মনিরুল হাসান, পদার্থবিদ্যা বিভাগ অধ্যাপক ড. এ. কে. এম রেজাউর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. সাদাত আল সাজীব নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র: সিভয়েস২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর