বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন


ইসমাইল হোসেন: বান্দরবানে রুমা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে পাঁচ বন্ধু মিলে গনধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে এঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলেন-ক্যাহ্লা ওয়াইং মার্মা, ক্য ওয়ং সাই মার্মা, উহাই সিং মার্মা। এখনো বাকী দুই ধর্ষক পলাতক রয়েছে।

বুধবার ভোররাতে জেলার রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযুক্ত ধর্ষকরা হচ্ছেন, শৈহাইনু মার্মা,ক্যাহ্লা ওয়াইং মার্মা, ক্য ওয়ং সাই মার্মা, চহাই মার্মা, উহাই সিং মার্মা।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ায় পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে একই পাড়ার পাঁচ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষন করে। ইতি মধ্যে ধর্ষনের শিকার স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পাড়ায় জানাজানি হয়। ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে এক সামাজিক নালিশি বিচার বসিয়ে অভিযুক্ত ধর্ষণকারীদের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় স্থানীয় হেডম্যান (পাড়া প্রধান) ও আ’লীগ নেতা মংচউ মার্মা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠে।

ভুক্তভোগী ছাত্রীর স্বজনরা জানান, গত ১৫ দিন আগে একই পাড়ার পাঁচ তরুন স্কুলে যাওয়ার পথে জোরপুর্বক জঙ্গলে নিয়ে গিয়ে তাকে পালাক্রমে ধর্ষন করে। পরে ধর্ষণে শিকার স্কুলছাত্রী কোনো উপায় না পেয়ে ধর্ষণের বিষয়টি তাঁর পরিবারকে জানালে এ ঘটনা পাড়ায় ছড়িয়ে পড়ে। পরে হেডম্যান ও পাড়ার প্রভাবশালীদের চাপের মুখে পাড়া প্রধান থোয়াইসা মারমার বাড়িতে ধর্ষণ সংক্রান্ত সামাজিক বিচার অনুষ্টিত হয়। সে বিচারে অভিযুক্ত পাঁচ ধর্ষণকারীর প্রতিজনকে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানার টাকা কয়েকদিনের মধ্যে পরিশোধ করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, ধর্ষণের বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করেছি। পলাতক বাকী দুইজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছে।


Related posts

আমাদের লক্ষ্য বিজ্ঞানমনস্ক মানবসম্পদ গড়ে তোলা: শিক্ষামন্ত্রী

Chatgarsangbad.net

পিটার হাসের সঙ্গে সাক্ষাতে কক্সবাজারে এনসিপির শীর্ষ ৪ নেতা

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন এমপি নদভী

Chatgarsangbad.net

Leave a Comment