
নিউজ ডেস্ক: শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মরণে ইতিহাসের পাঠশালার আয়োজনে বিংশ শতাব্দীর মহান বাঙালি নেতা, জনগণের প্রিয় ব্যক্তিত্ব শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট মিলনায়তনে এ স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও লেখক আলহাজ সাইফুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি আলহাজ চৌধুরী গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতিহাসের পাঠশালার পরিচালক ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, সাংবাদিক সোহেল তাজ, মাওলানা কারী বদিউজ্জামাল, জহির উদ্দিন, আলী মূকাররীম মুনীরুল হক খোরাসানী, দেলোয়ার হোসেন মানিক প্রমুখ।
বক্তারা তাঁদের আলোচনায় শেরে বাংলার রাজনৈতিক দূরদর্শিতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বাংলার কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
তাঁরা বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন সত্যিকারের জননেতা, যাঁর নেতৃত্বে বাংলার মাটি ও মানুষের মুক্তির আন্দোলন নতুন দিশা পেয়েছিল। বাঙ্গালী মুসলমান সমাজকে শিক্ষা সাংস্কৃতি রাজনৈতিক পরিমন্ডলে এনে কল্যাণকামী করেছেন। বাঙালী জাতির পুর্নজাগরণের মহান প্রতিকৃতি শেরে বাংলা এ.কে. ফজলুল হকের অবদান অপরিসীম। সভায় তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করে বক্তারা তরুণ প্রজন্মের কাছে শেরে বাংলার চিন্তা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, শেরে বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালের ২৭ এপ্রিল ইন্তেকাল করেন। তিনি ছিলেন কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫) ও পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬-১৯৫৮)। অনুষ্ঠান শেষে শেরে বাংলার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply