আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এস এম ফজলুল হক এর মাতা মাহফুজা খাতুনের ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি এস এম নুরুল হক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সাবেক সহ-সভাপতি এস এম শফিউল হক এর মাতা এবং শিকারপুর-বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট (চেয়ারম্যান) মরহুম এছারুল হক কন্ট্রাক্টরের সহধর্মীনী মিসেস মাহফুজা খাতুন (৯৬) গতকাল বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে নগরীর রহমতগঞ্জে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)।

তিনি কয়েক বছর ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৮ পুত্র ৩ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।

কাল শনিবার সকাল ১১টায় কুয়াইশ শেখ মো. বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কাজ সম্পন্ন করা হবে।

এস এম ফজলুল হক এর মাতার মৃত্যুতে ফোন বার্তায় গভীরভাবে শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র ডা. শাহদাৎ হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

মিসেস মাহফুজা খাতুন এর মৃত্যুতে তার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন চাকসু ভি.পি. ও বর্তমান সিন্ডিকেট মেম্বার এস. এম. ফজলুল হক, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্যকরী কমিটির চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এম. নুরুল হক এবং চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এস.এম. শফিউল হক সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর