মোঃ সরওয়ার আলম চৌধুরী : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের মৌসুমে উফশি আউশ চাষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০এপ্রিল) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, আমরা চাই, বাঁশখালী প্রতিটি কৃষক আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে অভ্যস্ত হোক এবং নিজের জমিতে বেশি ফলন তুলতে সক্ষম হোক। এই বীজ ও সার বিতরণ তারই একটি ধাপ।“কৃষি ক্ষেত্রে যে বিপ্লব ঘটেছে, তারই ধারাবাহিকতায় আজকের এ প্রণোদনা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম বলেন, “সরকারের লক্ষ্য কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে বেশি ফলন নিশ্চিত করা। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা লাভবান হবেন। কৃষিকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে, কৃষি অফিস, প্রশাসন ও কৃষকের মধ্যে সমন্বয় প্রয়োজন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণী।অনুষ্ঠানে জানানো হয়,এ কর্মসূচির আওতায় উপজেলার ১ টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মোট ১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে উফশি আউশ চাষের জন্য বিভিন্ন প্রকার উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক কৃষক ও কৃষাণীর হাতে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
Leave a Reply