পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) আফগান সীমান্তের কাছে মীর আলি শহরের খাদি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, হামলায় ১৩ সেনার মৃত্যু ছাড়াও ২৪ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জন বেসামরিক নাগরিক। হতাহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি গাড়িকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। হামলার তীব্রতা এতটাই ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে। স্থানীয় প্রশাসন জানায়, এটি একটি সমন্বিত ও পরিকল্পিত হামলা।

পরে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনও পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এদিকে, স্থানীয় একটি জঙ্গিগোষ্ঠী—হাফিজ গুল বাহাদারের নেতৃত্বাধীন সংগঠন—হামলার দায় স্বীকার করেছে।

খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান, খাইবার ও খুররাম অঞ্চলে এ ধরনের সন্ত্রাসী হামলা প্রায়ই ঘটে। সেকারণে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সেখানে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করেছে। কিন্তু তারপরও এই হামলাটি দেশটির নিরাপত্তাবাহিনীর ওপর একদিনে অন্যতম ভয়াবহ হামলা বলে বিবেচিত হচ্ছে।

পাকিস্তান সরকার আফগানিস্তানে আশ্রয় নেওয়া তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে এসব হামলার জন্য দায়ী করে আসছে। ইসলামাবাদের অভিযোগ, টিটিপি আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল বরাবরই দাবি করে আসছে, এসব হামলার সঙ্গে আফগানিস্তানের সম্পৃক্ততা নেই এবং এটি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু।


Related posts

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন আগামী ২৮ অক্টোবর

Chatgarsangbad.net

আজ খুলছে প্যাসিফিক জিন্সের ৮ কারখানা

Mohammad Mustafa Kamal Nejami

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপিত

Chatgarsangbad.net

Leave a Comment