
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া সৈকত পল্লীর রেনু কুঞ্জে ২৪ অক্টোবর (শুক্রবার) দিনব্যাপী নানান ধর্মীয় আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় পবিত্র গীতাপাঠ, মঙ্গল প্রজ্জলনসহ মহা প্রসাদ বিতরণ।
ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠক ছিলেন শ্রী নিতাই গৌর বৈষ্ণব আখড়ায় প্রতিষ্ঠাতা শ্রী চন্দ্রনাথ ঘোষায়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ-প্রচার সম্পাদক সাংবাদিক এস কে সাগর,শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের অন্যতম সদস্য সমাজ সেবক উজ্জ্বল ধর ও সাগর দাশ, স্কুল শিক্ষিকা অনু রাণী শীল।
জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সহ সভাপতি দীনেশ চন্দ্র দাশ,আজালা দাস,যুগ্ম আহ্বায়ক রুবেল দাস। জেলেপাড়া সৈকত পল্লী সামাজিক সংগঠনের সভাপতি মিলন দাশ ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ,অর্থ সম্পাদক দুলাল চন্দ্র রায়।
আয়োজন কমিটি জানান, দেশ ও জাতির কল্যাণে এই গীতাযজ্ঞ অনুষ্ঠান প্রতি বছর করে আসছি। এই বছরও আমাদের অনুষ্ঠান সকলের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পবিত্র গীতা দান করা হয়।
Leave a Reply