দুপুরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন


নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সংসদের উচ্চ কিংবা নিম্নকক্ষে পিআর বা গণভোট কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। তবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কারা এ ব্রিফিং করবেন, তা এখনো জানায়নি প্রধান উপদেষ্টার দপ্তর।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।

স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 


Related posts

আজ থেকে আগামি দেড় মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার

Chatgarsangbad.net

মাইলস্টোন ট্রাজেডি: আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

Mohammad Mustafa Kamal Nejami

এসডিজি বাস্তবায়নে আইন প্রচার ও প্রয়োগ করুন

Chatgarsangbad.net

Leave a Comment