আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিসেম্বরের মধ্যে পর্যটন কমপ্লেক্স নির্মাণ শেষের নির্দেশ


আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সব অবকাঠামোগত কাজ শেষ করতে হবে।

বুধবার বেলা ১১টায় পারকি সৈকতে ‘পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত)’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ নির্দেশ দেন।

তিনি জানান, পানি সংকটসহ নানান কারণে কাজের অগ্রগতি ব্যাহত হলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন নির্ধারিত সময়েই কাজ শেষ করার। কাজের মান নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম হলে তা তদন্ত করে দেখা হবে। এছাড়া সৈকতের সৌন্দর্য ও ঝাউগাছ রক্ষায় রক্ষা বাঁধ নির্মাণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, “পারকি পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। এর সফল বাস্তবায়নে স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা রাখা জরুরি।” তিনি নিরাপত্তা জোরদারে ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেন।পরিদর্শন শেষে উপদেষ্টা পর্যটন কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ করেন।

উপদেষ্টার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, পর্যটন কর্পোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর