আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওজনে কম দেওয়ায় ফুলকলি সুইটসকে অর্থদণ্ড


কোতোয়ালি প্রতিনিধি

এবার ওজনে কম দেয়ার অপরাধে নগরের কোতোয়ালি মোড়ে অবস্থিত ফুলকলি সুইটসকে অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকারের অভিযানে এ অর্থদণ্ড করা হয়।

ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, অভিযোগের ভিত্তিতে কোতোয়ালির মোড়ে অবস্থিত ফুলকলি সুইটসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়াও ফিরিঙ্গিবাজার এলাকায় ডাবের দোকান দাম তদারকি করা হয়। এ সময় প্রায় প্রতিটি দোকানেই মূল্য তালিকা ও ভাউচার পাওয়া যায়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর