ডিসির কাছে ধরা কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার ২ দালাল


নিউজ ডেস্ক: কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সোমবার (২ জুন) রাতে কক্সবাজার জেলা প্রশাসকের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়।

অভিযানে কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা আমির হোসেনের ছেলে ফখরুল ইসলাম (৪৮)ও চট্টগ্রামের সাতকানিয়ার রানপুর এলাকার শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ সেলিমকে (৪২) হাতেনাতে আটক করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ শাখা নিয়ে সাধারণ সেবাপ্রার্থীদের অভিযোগ ছিল। এই অভিযোগের পরিপ্রক্ষিতে অভিযান চালিয়ে দুইজন দালালকে আটক করা হয়েছে। এতে দালালচক্রের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি এলএ শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


Related posts

১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক বদলি শুরু

Chatgarsangbad.net

চট্টগ্রামে স্মার্ট স্কুল বাসের যাত্রা শুরু

Chatgarsangbad.net

রমজানে দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে রাখার দাবিতে চন্দনাইশ উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

Chatgarsangbad.net

Leave a Comment