আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক বদলি শুরু


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি শুরু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর। বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিকে গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আমিনুল ইসলাম খান জানান, আমরা বদলির পাইলটিংয়ে ভালো ফলাফল পেয়েছি। ফলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অনলাইন বদলিতেও কোন সমস্যা হবে না। আমরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিও) বদলিও অনলাইনে করতে চাই।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে বলেন, দেশে এখন সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ। তবে চলতি বছর প্রকাশ করা জনশুমারির প্রাথমিক ফলাফলে সাক্ষরতার হার দেখানো হয়েছে ৭৪ দশমিক ৬৬ শতাংশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর