টেকনাফে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু


নিউজ ডেস্ক: টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চৌধুরী পাড়ার মৃত লালু মিয়ার ছেলে।

শনিবার (২১ সেপ্টেম্বর) টেকনাফ বিওপির উত্তর-পূর্ব দিকে নাফ নদীর হেচ্ছার খাল এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ওই জেলের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় এক জেলে বজ্রপাতে মারা গেছেন। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 


Related posts

দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে মেধাবীরাই: দীপক ত্রিপুরা

Mohammad Mustafa Kamal Nejami

ফটিকছড়ি কর্ণেল আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে এগিয়ে যাবে: আজিজ উল্লাহ

Mohammad Mustafa Kamal Nejami

উপজেলা প্রশাসনের অভিযান, চন্দনাইশে ৪ দোকানিকে জরিমানা

Chatgarsangbad.net

Leave a Comment