আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে মেধাবীরাই: দীপক ত্রিপুরা


চাটগাঁর সংবাদ ডেস্ক: মেধাবীরাই দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে উল্লেখ করে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেছেন, জাতিকে সঠিক পথে পৌঁছে দিতে হলে লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে। দেশকে নেতৃত্ব দেয়ার গুণাবলী অর্জন করতে হবে। তাই নানা উৎসাহমূলক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসি ল্যান্ড দীপক ত্রিপুরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের দেশের ভবিষ্যত। শুরু থেকে শিশুদের সঠিকভাবে গড়ে তোলা সম্ভব না হলে মেধা ও মননে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে দীর্ঘ ১৪ বছর ধরে খুদে শিক্ষার্থীদের মেধা বিকাশে জিনিয়াস ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আনোয়ারা উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, আজকের মেধাবীরা একদিন দেশকে নেতৃত্ব দিবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। দেশের উন্নয়নে তারা মেধা ও মননশীলতার পরিচয় দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। জিনিয়াস ফাউন্ডেশনের সময়োপযোগী এবং শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানাই।

বিশেষ অতিথি লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্র্য্যমুক্ত, কল্যাণধর্মী রাষ্ট্রে উন্নীত করতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নীতির প্রশ্নে অটুট থেকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে আলোকিত মানুষ হয়ে আলোকিত সমাজ ও দেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।’

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে সুশান্ত কুমার শীল ও বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, বেসরকারি কারা পরিদর্শক জোবায়রুল আলম মানিক, ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ আবু ছৈয়দ সিআইপি, হাজীর আমির-সোলায়মান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডিআইএম জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফরিদ উদ্দিন, সাংবাদিক মো. মোজাম্মেল হক।

এসময় অন্যান্যদের মধ্যে জিনিয়াস সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদওয়ানুল হক, নাট্যজন মীর জুবেদ, এম ডি রাজু, শাওলিন কুংফু একাডেমির প্রধান প্রশিক্ষক মহসিন পারভেজ, সাংবাদিক খালেদ মনসুর, সাংবাদিক রূপন দত্ত, সাংবাদিক মো. সোহেল, নুরুল আজিম, মুহাম্মদ নাছিম উদ্দিন, মুহাম্মদ সাহেদুর রহমান, তানজিম আহমেদ, সাহেদুল ইসলাম, তাসনোভা আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর