টেকনাফে পাচারচক্রের আস্তানা থেকে বন্দি নারী-শিশুসহ উদ্ধার ২১


নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় পাচারের উদ্দেশে বন্দি নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটকে রাখার খবর পাওয়া যায়। পরে সেখানে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে পাচারের উদ্দেশে বন্দি ২১ জনকে উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি বলেন, পাচারকারীদের ধরতে যৌথ বাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 


Related posts

অধ্যাপক ড. ইমদাদুল হক আর নেই

Chatgarsangbad.net

জ্বালানী তেলের দাম কমায় গণপরিবহনের ভাড়া কমানোর উদ্যোগ

Chatgarsangbad.net

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এ বাবাসহ ছেলে-মেয়েকে গুলি করে হত্যা!

Chatgarsangbad.net

Leave a Comment