আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

অধ্যাপক ড. ইমদাদুল হক আর নেই


অনলাইন ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১১ নভেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণমাধ্যমকে ড. ইমদাদুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জবি প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল।

আরও পড়ুন সাতকানিয়ার কৃতি সন্তান ডা. রিদোয়ানুর রহমানের ইন্তেকাল

অধ্যাপক ইমদাদুল ২০২১ সালের ১ জুন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ইমাদুল হক ক্যান্সারে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সম্প্রতি ঢাকায় ফিরে বিআরবি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

আজ সকালে জবি উপাচার্যের মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অধ্যাপককে শেষ শ্রদ্ধা জানান।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর