আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব-শাহজাহান চৌধুরী  


সাতকানিয়া প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,“৩৬ জুলাই শহীদ ছাত্র জনতার রক্তের সাথে আমরা কোনোদিন বেইমানি করতে পারি না। তাদের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এই দেশ আজ স্বাধীন হয়েছে। সেই আত্মত্যাগের মূল্যায়ন করা এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।”তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সহ সুপার মাওলানা মোঃ ইয়াহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনায়

প্রধান মেহমান ছিলেন, লোহাগাড়া  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ ইকবাল হোসেন,বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির ডা. জসিম উদ্দিন ও বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি জোনায়েদ চৌধুরী।  শাহজাহান চৌধুরী শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই রক্ত আমাদের জন্য অঙ্গীকারের শপথ। আমরা শহীদদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর