আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের,মাহালিয়া এলাকা হতে ৮ বস্তা(৪৫০ লিটার) বাংলা মদ সহ একটি পিকআপ আটক করেছেন সেনাবাহিনী।মঙ্গলবার (২২ জুলাই)উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন,সাতকানিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ লাবিব মাহমুদ।সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে,ক্যাপ্টেন মোঃ লাবিব মাহমুদ (৯ ফিল্ডঃরেজিঃ আর্টিঃ) আর্মি ক্যাম্প কমান্ডার সাতকানিয়া উপজেলা’নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলা’র সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন মাহালিয়া এলাকা হতে ৮ বস্তা(৪৫০ লিটার) বাংলা মদ সহ একটি পিকআপ আটক করা হয়। তবে অভিযান পরিচালনাকালে অপরাধীরা গাড়ি রেখে পালিয়ে যায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।আটকৃত মদ ও পিকআপ গাড়িটি(ঢাকা মেট্রো-ন, ১২-০১৩০) সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয় ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান সেনাবাহিনী।
Leave a Reply