চাকরিচ্যুত ব্যাংকারদের স্বপদে পুনর্বহাল করতে হবে: ভিপি নূর


ফারুকুর রহমান বিনজু, পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরুল হক নূর বলেছেন, “যারা দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের পরিণতিও হবে আওয়ামী লীগের মতো—জনগণের রায়ে তারা বিতাড়িত হবে।”

তিনি আরও বলেন, “পটিয়া উপজেলার ব্যাংকারদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের অবিলম্বে স্বপদে পুনর্বহাল করতে হবে। অন্যথায় গণআন্দোলন গড়ে তোলা হবে।”দ:জেলা গন অধিকার পরিষদের সভাপতি ডা,এমদাদুল হাসানকে আগামী দিনের সংসদপ্রার্থী হিসাবে পরিচয় করে দিয়ে বলেন,আপনারা যদি পটিয়াকে চাঁদাবাজ ও সন্ত্রাসীমুক্ত চান,একটি সুন্দর আর্দশ উপজেলা চান তবে ডা এমদাদ ভাইকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়ীযুক্ত করবেন।

শনিবার (১২ জুলাই) বিকেলে আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. এমদাদুল হাসান। সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ।

সভাপতির বক্তব্যে ডা. এমদাদুল বলেন, “সকল স্বৈরাচারী শক্তিকে রুখে দিয়ে এই দেশকে জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। গণঅধিকার পরিষদ সেই সংগ্রামে অগ্রভাগে থেকে লড়বে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন— গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় নেতা আবু তাহের, আবু হানিফ, জসিম উদ্দিন আকাশ, কামরুন নাহার ডলি, আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মিজান উদ্দিন আকাশ, লোকমান হোসেন, জুলাই বিপ্লবের কেন্দ্রীয় সমন্বয়ক আবু তোহা, যুব অধিকার পরিষদের নেতা সৈয়দ প্লাবন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আকতারুজ্জামান সম্রাট, পটিয়া উপজেলা আহ্বায়ক ডা. বি. কে. দত্ত, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আরাফাত (নবাব), ছাত্র অধিকার পরিষদের গোলাম সোবহান, মো. আকরাম হোসেন, মেহেদী হাসান সাকি, রায়হান আহমেদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ।


Related posts

জব্বারের বলীখেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

Mohammad Mustafa Kamal Nejami

কক্সবাজার জেলার নতুন এডিসি রোমেন শর্মা

Chatgarsangbad.net

ফটিকছড়ির সমিতিরহাটে শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করলো ছাত্রসেনা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment