আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ গাছবাড়ীয়া হরি মন্দিরে বক্তারা- শারদোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয়


 

 

সৈয়দ শিবলী ছাদেক কফিল:

সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি বয়ে আনে। বাংলাদেশে বিশেষ চন্দনাইশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। আমাদের এই সম্প্রীতির অক্ষুন্ন রাখতে হবে। এখানে হিন্দু, মুসলিমসহ সকল ধর্মালম্বীদের সহাবস্থান ও বন্ধুত্ব রয়েছে। গাছবাড়িয়ায় চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অরূপ রতন চক্রবর্তীর আর্থিক সহযোগিতায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
২৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দির অঙ্গনে অরূপ রতন চক্রবর্তীর সভাপতিত্বে এবং চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক প্রকৌশলী ভবশংকর ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি)’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক সানি। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বরমা শম্ভু- লক্ষ্মী ট্রাস্টের চেয়ারম্যান রুবেল দেব, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম,
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম বাদশা, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবির, সাধারণ সম্পাদক মো. আকতার উদ্দিন, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, কলেজগেইট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. মোজাম্মেল হক তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আনিসুর রহমান চৌধুরী, এলডিপি নেতা সাঈদ ইবনে খায়ের, আমিনুল ইসলাম রাশেদ, আবদুল হামিদ, সাহেব মিয়া মেম্বার, নজরুল মেম্বার, হরি মন্দিরের ডা.মিলন ধর, ত্রিদিপ ধর, মন্দির স্থায়ী কমিটির সভাপতি বিধান ধর, সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, মাস্টার বিজয় কৃঞ্চ ধর, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস দে, পরিমল দেব, আশীষ মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও দোহাজারী বালক উচ্চ বিদ্যালয়ের সভাপতি পলাশ কুসুম দত্ত, দেবু পাল, দোলন দেব, ছাত্রনেতা রবিউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অরূপ রতন চক্রবর্তীর সৌজন্যে ছয় শতাধিক দুস্থ পূণ্যার্থীর মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও অনেককে আর্থিক অনুদানও দেয়া হয়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর