চন্দনাইশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়


সৈয়দ শিবলী ছাদেক কফিল: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- চন্দনাইশ উপজেলা শাখার নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন এবং পূজারী-পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

চন্দনাইশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক রূপম দেবের নেতৃত্বে মহাসপ্তমী ও মহাঅষ্টমীর (২৯ ও ৩০ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের পূজা মণ্ডপে তাঁরা সনাতন সম্প্রদায়ের নারী পুরুষ সকলকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গলময় জীবন কামনা করেন।

চন্দনাইশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পূজা পরিদর্শন টিমে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক রূপম কান্তি দেব বাবু, সদস্য সচিব রাজু দাশ, যুগ্ম আহবায়ক অসীম বনিক, অনুপ বড়ুয়া, দিলীপ ধর, সদস্য সাগর ধর, জনি পাল, অলক শীল, বাবলু নাথ, বাবু দাশ, অনিক শীল, টিটু দাশ, সুজন ধর প্রমুখ।

চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা এবং কাঞ্চনাবাদ, জোয়ারা, বরকল, বরমা, বৈলতলী, ধোপাছড়ি, সাতবড়িয়া ও হাশিমপুরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা বলেন, শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয়। আসুরিকতা দূর করে সমাজে সুখ-শান্তি বয়ে আনে। অসাম্প্রদায়িক ও উন্নত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গুজব ও ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।


Related posts

চন্দনাইশে পৃথক অভিযানে সাড়ে ১৩ হাজার পিচ ইয়াবাসহ আটক ২ঃ হাইচ গাড়ি জব্দ

Chatgarsangbad.net

আজ চাটগাঁর সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আব্দুল কৈয়ূম চৌধুরীর জন্মদিন

Chatgarsangbad.net

আনোয়ারার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment