আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে রহমানিয়া আহমদীয়া মাদ্রাসার উদ্যোগে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে ১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবীব নূরনবীর আগমন উপলক্ষ্যে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চন্দনাইশ পৌর এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এসময় মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষার্থী পতাকা বহণ করে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় যোগ দেন তারা। এতে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে অংশ নেন।

বক্তারা বলেন, প্রিয় নবী করিম (স.) দুনিয়ায় আগমন করে ঈমানী আহ্বানে যেভাবে বিশ্বের সকল জাতিকে ও হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ওই শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে। প্রিয় নবীজির (স.) শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মো. হোসাইন, সদস্য মোঃ মাসুদ, সদস্য নুর মোহাম্মদ, মাদ্রাসার প্রধান সুলতানা ইয়াসমিন, এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মো. জোনাইদ, মাওলানা ইয়াছিন আরফাত, মাওলানা মোহাম্মদ আবু ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ জাবের হোসাইন, মাওলানা রিফাত, হাফেজ মো. ইয়াছিন, হাফেজ রনি, সাংবাদিক তৌফিক আলম চৌধুরী, সাংবাদিক মো: লোকমান হাকিম, প্রবাসী মোহাম্মদ রবিউল হোসেন, সমাজ সেবক মোরশেদ, আহমদ হোসেন, বেলাল, ইমাম আযম, ইয়াছিন, ওমর ফারুক, মেজবাহ, বশর, কামাল, কাজী মোঃ মোসলেমসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকান নবী প্রেমিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবদুল মজিদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর