আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মামুন খলিফা (রঃ) স্মৃতি বৃত্তি ও পুরস্কার বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে হযরত মামুন খলিফা (র.) স্মৃতি বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১০ জুন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। ২০১৯ ও ২০২৪ সালে এ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কানাইমাদারী ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইমাদারী গাউসিয়া ইসলামী কিন্ডারগার্টেন ও হযরত মামুন খলিফা (রহ.) স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. নাছির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী। উদ্বোধক ছিলেন ফিউশন গ্রুপের এমডি সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আমিনুল হক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, বিশিষ্ট ব্যাংকার আব্দুর রহমান বাবুল, পরীক্ষা সচিব মো. জাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কাশেম, শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক নাজমুল হায়দার চৌধুরী, শিক্ষক নুর উদ্দিন আরাফাত, মো: সাইফুদ্দীন চৌধুরী, কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষা মানুষকে মানবসম্পদে পরিণত করে, জাতিকে উন্নত করে। আজকের শিক্ষার্থীরা আগামীতে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে বিশ্ব জয় করবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে।

হযরত মামুন খলিফা (রহ.) স্মৃতি বিজড়িত বৃহত্তর কানাইমাদারীসহ বরকল ইউনিয়নের উন্নয়নে সকলকে আন্তরিক হতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, কৃষি, আত্মকর্ম, শিল্প-সংস্কৃতি, শিক্ষা, সর্বক্ষেত্রে উন্নয়নে একযোগে কাজ করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর