চন্দনাইশে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধিঃ ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও রাজনীতিক ও চন্দনাইশের কৃতিসন্তান মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণে জমকালো আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি রাত্রিকালীন অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্ট – ২০২৫ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০টায় বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক আমিনুল হক রাসেদ। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দুবাই প্রবাসী শহিদুল হক লিটন এবং প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব বোরহান উদ্দিন।

সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মুহাম্মদ গিয়াস উদ্দীন মাহামুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মুজিবুল আহসান সৌরভ এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর পক্ষে মো. ইমরান, রাকিব, মাহি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো দর্শক।

ফাইনাল খেলায় বরমা ইউনিয়নের কেশুয়া খেলোয়াড় কল্যাণ সমিতি ট্রাইবেকারে ২-১ গোলে রাহাত্তারপুলের সাদেক এগ্রো ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয় কেশুয়া খেলোয়াড় কল্যাণ সমিতি। অনুষ্ঠানে সেরা ৪ জন দর্শককে পুরস্কার দেয়া হয় এবং দর্শকদের জন্য র‌্যাফেল ড্র এর ব্যবস্থা করা হয়। সেখানে ৩০টি পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ তাঁর বক্তব্যে বলেন, “মাদক থেকে দুরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই।” তিনি তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বের হয়ে মাঠে ফেরার আহ্বান জানান। প্রধান মেহমান বোরহান উদ্দিন এই টুর্ণামেন্ট এর আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বস্ত করেন।


Related posts

ফেনী চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার

Md Maruf

পটিয়ায় পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগে দু’শতাধিক ভাসমান হকারের পুনর্বাসন

Chatgarsangbad.net

আইআইইউসিতে রাশিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment