আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বনদস্যুদের হামলায় ধোপাছড়ি বন বিভাগের ২ কর্মচারী আহত


চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে বনদস্যুদের (গাছ চোর) হামলায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিটের বন পাহারাদলের সভাপতি কুতুবউদ্দিন (৫০) ও ধোপাছড়ি বিটের কর্মচারী পবিত্র চাকমা (২৮) আহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার সময় বনবিভাগ দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিট এলাকা ধোপাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড নতুন রাস্তা ছাপাছড়ি আগা সংলগ্ন এলাকায় রিজার্ভ বনের ভিতরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বনবিভাগ দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিটের বন পাহারাদলের সভাপতি কুতুবউদ্দিন (৫০) ও ধোপাছড়ি বিটের কর্মচারী পবিত্র চাকমা (২৮)।

জানা যায়, ঘটনার দিন সকাল১১টার সময় উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড নতুন রাস্তা ছাপাছড়ি আগা সংলগ্ন এলাকায় রিজার্ভ বনের ভিতরে ৭ থেকে ৮জনের একদল বনদস্যু বনের গাছ কেটে পাচার করার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। তখনই বনবিভাগ ধোপাছড়ি বন বিট কর্মকর্তা মোঃ হৃদয় রাব্বী নেতৃত্বে বনরক্ষীরা অভিযানে যায়। অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় বনদস্যুরা। এতে ২ জন আহত হয়।

বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে বন পাহারাদলের সভাপতি কুতুবউদ্দিন (৫০)কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে সন্ধ্যা ৬টায় অপারেশন হবে।

ধোপাছড়ি বন বিট কর্মকর্তা মোঃ হৃদয় রাব্বী বলেন, বুধবার সকাল ১১টার দিকে বনবিভাগের দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিট এলাকা ধোপাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড নতুন রাস্তা ছাপাছড়ি আগা সংলগ্ন এলাকায় রিজার্ভ বনের ভিতরে একদল বনদস্যু বনের গাছ কেটে পাচারের সংবাদ পেয়ে আমার নেতৃত্বে অভিযানে যাই। অভিযানের খবর পেয়ে বনদস্যুরা বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘবদ্ধ আক্রমণ চালায়। এতে বনবিভাগ দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিটের পাহাড়দলের সভাপতি কুতুবউদ্দিন ও ধোপাছড়ি বিটের কর্মচারী পবিত্র চাকমা আহত হয়। তাদেরকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসি। পরবর্তীতে হামলার বিষয়টি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এ. কে. এম ইমরুল কায়েস, চন্দনাইশের অস্থায়ী আর্মি ক্যাম্প ও চন্দনাইশ থানাকে জানানো হয়।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক এ. কে. এম ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন-বিভাগের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া জান্নাত জানান, গুরুতর আহত অবস্থায় কুতুবউদ্দিন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর