চন্দনাইশে পূজা পরিষদের সম্মেলন সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ- চন্দনাইশ উপজেলা শাখার “বার্ষিক সাধারণ সভা, দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০২৫” সম্পন্ন হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড, গাছবাড়ীয়াস্থ উপজেলা পুজা পরিষদের স্থায়ী কার্যালয় ও গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

“ঐক্যবদ্ধ শুভ শক্তির জয় অনিবার্য” প্রতিপাদ্য নিয়ে পরিষদের সভাপতি অলক কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা পরিষদের প্রাক্তন প্রতিষ্ঠাতা সাধারণ সস্পাদক অরূপ রতন চক্রবর্তী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝুন্টু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি মাস্টার বিজয় কৃষ্ণ ধর, লায়ন ডা. কাজল কান্তি বৈদ্য, দক্ষিণ জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক পরিমল দেব, দক্ষিণ জেলা পুজা পরিষদের প্রাক্তন সাধারন সম্পাদক তাপস দে, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, স্থায়ী কার্যালয়ের ভূমি দাতা ডা. বিধান ধর, পটিয়া উপজেলার পুজা পরিষদের সাবেক আহবায়ক মাধাই নাথ ও সদস্য সচিব রাজীব সেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাস্টার বিকাশ চন্দ্র দে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনয়ার ভবশংকর ধর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি এডিশনাল পিপি এডভোকেট অঞ্জন প্রসাদ, দোহাজারী বালক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পরিষদের প্রাক্তন সহ- সংগঠনিক সম্পাদক পলাশ কুসুম দত্ত, মাস্টার অশোক সুশীল, টিংকু ধর, রুবেল দত্ত প্রমুখ। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শ্রীমৎ হরকৃপানন্দ ব্রহ্মচারী, প্রচার সম্পাদক দোলন দে, পরিষদের সদস্য দেবব্রত পাল দেবু, বরমা ইউপি প্যানেল চেয়ারম্যান মধুসূদন দত্ত, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজু দাশ, সন্তোষ দাশগুপ্ত, প্রকাশ ঘোষ, ভবতোষ শীল, পরিমল নাথ, দেবু পাল, তপন বিশ্বাস চাবু, পন্ডিত সমর ভট্টাচার্য, বাসুদেব ধর, টিপু দে, নিবাস নাথ, ছোটন নাথ, বিপ্লব চৌধুরী, সমীর পাল, অসীম বণিক, মানস ধর, সুব্রত নাথ, সুনীল দাশ, বাবুল দাশ, সুনীল দে, দিলীপ দেব, ডা. দেবাশীষ ধর রঘু, রিপন দে, বিবেক চৌধুরী প্রমুখ। এছাড়াও সম্মেলনে পুজা পরিষদের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, পৌরসভা – ইউনিয়ন ও আঞ্চলিক পূজা পরিষদ এবং পূজা মন্ডপ-মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সর্বসম্মতিক্রমে অলক কুমার দে-কে আহবায়ক ও পলাশ কুসুম দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন- হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর পুজা-পার্বনসহ সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তজ্জন্য পূজা উদযাপন পরিষদ সরকার, প্রশাসন ও পুণ্যার্থীসহ সর্বস্তরের জনগণের সাথে সমন্বয় সাধন করা প্রয়োজন।


Related posts

পটিয়ায় ২টি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত

Mohammad Mustafa Kamal Nejami

প্রত্যয় একাডেমিক কেয়ারের পুরস্কার বিতরণী সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

নির্বাচনী তফসিল ঘোষণায় সাতকানিয়া উপজেলা আ.লীগের আনন্দ মিছিল

Chatgarsangbad.net

Leave a Comment