আহসান উদ্দীন পারভেজ:
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) রাতে মিছিলটি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেবের নেতৃত্বে কেরানীহাটসহ বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, চেয়ারম্যান আবু ছালেহ, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান উসমান আলী, চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, চেয়ারম্যান জসিম উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, ইমরান হোসেন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ আইয়াজ, মোহাম্মদ এমরান, মোহাম্মদ রিয়াদ, সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান জয় প্রমুখ।
Leave a Reply