চন্দনাইশে নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক সভা


সৈয়দ শিবলী ছাদেক কফিল: “গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় চন্দনাইশ উপজেলার সরকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত চন্দনাইশ উপজেলা নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটি চন্দনাইশে নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজ্যুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত চন্দনাইশ উপজেলা স্টিয়ারিং কমিটির অষ্টম সভা ১৩মে মঙ্গলবার চন্দনাইশ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্টিয়ারিং কমিটির সদস্য রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার বয়স্ক, নারী ও শিশু হেল্পডেক্স কর্মকর্তা এসআই মোঃ রাকিব হোসেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। কমিটির সদস্যরা নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পুলিশের নারী নিয়োগ, বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা এবং থানায় নারী ও শিশু হেল্পডেস্ক সক্রিয়করণসহ নারী এস আই নিয়োগের উদ্যোগ নেয়ার জন্য প্রধান অতিথি এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা এই দাবির সমর্থন করে দ্রুত বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন।

উক্ত সভা পরিচালনা করেন চন্দনাইশ স্টিয়ারিং কমিটির সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম। তাকে সহযোগিতা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ ( বিএনপিএস)- চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ।

সভায় চন্দনাইশ উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি, বাংলাদেশ শিক্ষক সমিতি চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি জাফর আহমদ, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুল হক, ওডেবের এরিয়া অফিসার মাহমুদুল হক, বরকল ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, চন্দনাইশ পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হাসনারা বেগম, সাবেক কাউন্সিলর কোহিনুর আকতার উপস্থিত ছিলেন।


Related posts

চন্দনাইশ হাশিমপুরে গাউসিয়া শরীফ পরিচালনা কমিটির ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

পতেঙ্গার স্টিলমিল সড়কে বাসচাপায় প্রাণ গেল এক নারীর

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত এসআই’র মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment