চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার চন্দনাইশে কমর আলী সিকদার মসজিদ সংলগ্ন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষায় গুনগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অত্র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমর আলী সিকদার মসজিদ সংলগ্ন ইবতেদায়ি মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক ব্যাংকার কে এম মহিউদ্দিন। বিশেষ অতিথির অতিথির বক্তব্য দেন চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির কাজী মাওলানা কুতুব উদ্দিন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাজী মোঃ নোমান,
মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মামুন সিকদার, সদস্য নাজিম উদ্দীন, মাদ্রাসার শিক্ষক যথাক্রমে মাওলানা মোঃ নাসির উদ্দীন, মোঃ রেজাউল করিম, এহছান খন্দকার, মাশরাফি বিন মন্নান, হাফেজ মোঃ কলিমুল্লাহ্, কানিজ ফাতেমা প্রমুখ।
অভিভাবক সমাবেশ শেষে বার্ষিক ইসলামি সংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগন।##৳
Leave a Reply