সাদ্দাম হোসেন: চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কোনো বিদেশি কোম্পানিকে না দেওয়া এবং বন্দরে আওয়ামী লীগ সিন্ডিকেট ভাঙার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি।
আজ রবিবার (২৫ মে) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি তুলে দেন চট্টগ্রাম সমিতি- ঢাকার আহ্বায়ক এম এ হাশেম রাজু ও চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক মানবাধিকার নেতা বিপ্লব পার্থ।
এ সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য হাজী আবদুল গনি, আবদুল মজিদ, চান্দগাঁও স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু দেবনাথ, মো. জানে আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজু দাশ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উপ দপ্তর সম্পাদক নাফিজ শাহ।
স্মারকলিপিতে বলা হয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের গর্ব। এই ক্রান্তিকালে দেশের হাল ধরেছেন চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত। আপনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ফলে এখানে বিদেশি বিনিয়োগ আসবে সেটা খুবই প্রশংসার বিষয়। আওয়ামী লীগ সরকারের ভঙুর অর্থনীতিকে টেনে তুলতে আপনার পদক্ষেপ খুবই ভালো। কিন্তু দুঃখের বিষয় এই যে, চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার কথা বলছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকার এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত এই সরকার কেন বাস্তবায়ন করছে তা চট্টগ্রামবাসীর কাছে বোধগম্য নয়। যার ফলে চট্টগ্রামবাসীর মধ্যে সন্দহ এবং হতাশা দেখা দিয়েছে।
আমরা দেশিয়ভাবে পরিচালনা করতে পারবো এমন একটি ক্ষেত্র বিদেশিদেরকে তুলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এছাড়া দেশের এবং সরকারি স্থাপনার নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে আমরা মনেকরি। আমরা বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে না। তবে সেই বিনিয়োগ হতে পারে নতুন নতুন গ্রিনফিল্ডে। যা দেশের জন্য ভালো হবে। আর বন্দরকে কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। আমরা আশাকরি সরকার এ ধরণের সিদ্ধান্ত থেকে সরে আসবে। আওয়ামী লীগ সরকারের কাজ নিজেরা বাস্তবায়ন করবে না।
Leave a Reply