চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে চন্দনাইশে মানববন্ধন


চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবি ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না এর দাবিতে মানববন্ধন, মিছিল আর আধা ঘন্টা সড়ক অবরোধ করেছেন চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের সকল জনসাধারণ। উল্লেখ্য যে, গত সোমবারও চন্দনাইশ এলাকায় সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় এই মানববন্ধন, মিছিল আর আধা ঘন্টা সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ সড়ক অবরোধের সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন। এতে দ্রুত মধ্যে মহাসড়ক ছয় লেন করার দৃশ্যমান উদ্যোগ নেয়া না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না বলে জানান বক্তারা।

চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইকবালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ আলমগীর, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোঃ এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন, জামায়াত নেতা মো: ফয়সাল, ছাত্র নেতা যথাক্রমে জাবেদ হোসেন, রবিউল হোসেন, সাইমন, করিম, হামিম, আবদুল করিম, ছোটন, মনির আহমদ, তাসিফ, মাসুদ, জাহাঙ্গীর প্রমুখ।


Related posts

চসিকের শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা বাড়ানোর আহবান মেয়রের

Chatgarsangbad.net

নিজেদের হাতে রাস্তা বানিয়েছেন নাটমুড়ার জনগণ, কেক কেটে আনন্দ উল্লাস

Mohammad Mustafa Kamal Nejami

পরিবেশ বান্ধব উন্নয়নে মুজিবাদর্শের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে- সিডিএ চেয়ারম্যান

Chatgarsangbad.net

Leave a Comment