চাটগাঁর সংবাদ ডেস্ক: এলাকায় অপহরণসহ নানান অপরাধে অবৈধ অস্ত্রের যোগানদাতা হিসেবে সেনাবাহিনীর খাতায় নাম আছে চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতি দেলোয়ার হোসেনের। এ তথ্যের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী।
জানা গেছে, গত ৬ মে দিবাগত রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়। যদিও তিনি সে সময় বাড়িতে ছিলেন না।
এদিকে, দেলোয়ার হোসেনকে ফাঁসানো হচ্ছে জানিয়ে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে কাঞ্চনা ইউনিয়ন জামায়াত।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনা ইউনিয়ন শাখার অন্যতম ‘শুভাকাঙ্ক্ষী’ দেলোয়ার হোসেনের বাড়িতে মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি টিম অভিযানের উদ্দেশে যায় বলে জানা গেছে। আমরা ধারণা করছি, আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী দেলোয়ার হোসেনকে প্রশ্নবিদ্ধ ও সংগঠনের মাঝে দূরত্ব সৃষ্টির লক্ষে একটি কুচক্রী মহলের ইন্ধনে এ ষড়যন্ত্র হতে পারে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্ত করে অতিদ্রুত ঘটনার মূল হোতাদের চিহ্নিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. পারভেজ বলেন, সম্প্রতি কাঞ্চনা ইউনিয়নে অপহরণসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, সেখানে তাঁর সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। পাশাপাশি বিভিন্ন অবৈধ অস্ত্রের যোগানদাতা হিসেবেও তাঁর নাম আমরা পেয়েছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি।
Leave a Reply