গাজায় এক দিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েল এ হামলা চালায়।

হাসপাতাল ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, নিহতদের মধ্যে অন্তত তিন শিশুও রয়েছে। খবর আল জাজিরার।

এদিকে খাদ্য, পানি ও ওষুধ বহন করা অসংখ্য ট্রাক গাজার সীমান্তে আটকে আছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি অবরোধে অনাহারে অন্তত ৫৭ ফিলিস্তিনির প্রাণ গেছে।

ইসরায়েলের অবরোধ নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ আরও তীব্র হচ্ছে। জাতিসংঘ ও মানবাধিকারকর্মীরা গাজার উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর জোর দাবি তুলেছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫২ হাজার ৪৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস বলছে, নিহত ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। তারা বলছে— ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার নিখোঁজ মানুষকেও মৃত ধরা হচ্ছে।

 


Related posts

বাজার তদারকিতে জেলায় জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ সরকারের

Chatgarsangbad.net

জনপ্রিয়তা যাচাই ও চাহিদানুযায়ী উন্নয়ন ত্বরান্বিত করতে ভোটে লড়বেন জব্বার

Chatgarsangbad.net

আইআইইউসির টেক ফেস্টিভ্যালের জমকালো উদ্বোধন

Chatgarsangbad.net

Leave a Comment